ভোলায় কোস্ট ট্রাস্ট-সিএফটিএম প্রকল্পের জলবায়ু ফোরামের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস

গতকাল ১৮ জানুয়ারী ২০২১, রোজ: সোমবার ভোলা সদর উপজেলায় কোস্ট ট্রাস্ট, সিএফটিএম প্রকল্পের জলবায়ু ফোরামের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইনে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপজেলায় মাস্ক না পড়ে সেবা নিতে আসা জনগনকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোঃ মোকাম্মেল হক মিলন, সদস্য মোঃ মাইনুল এহসান, মোঃ হারুন-অর-রশিদ (শিমুল), কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম, সিইপিআই প্রকল্পের সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন এবং সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার-রাজিব ঘোষ।
ভোলা জেলায় কোষ্টট্রাষ্ট নো মাস্ক নো সার্ভিস সকল উপজেলায় কর্মসূচী অব্যাহত রাখছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভোলা জেলার সদর উপজেলায় এ কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন জলবায়ু ফোরাম ভোলা জলা।
কোষ্টট্রাষ্টের সমন্বয়কারী রাজিব ঘোষ বলেন, করোনা কালীন সময়ে জনগণকে সরাসরি যুক্ত করে সচেতন করাই উদ্দেশ্য। আমাদের এই কর্মসূচী আগামীদিনে ও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন ভোলা।