ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবদেন

মহান একুশে ফেব্রুয়রি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ভোলা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণকেন্দ্রের সহকর্মিগণ একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভোল জেলার কেন্দ্রিয় শহিদ মিনারে জেলা প্রশাসনের সাথে পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন ।
এর পর সকল সহকর্মিগণ সহ দিবসের যথাযথ মর্যাদা নিয়ে ভোলা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণকেন্দ্রে সকাল ১০ ঘটিকায় খোকন চন্দ্র শিল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় বক্তাগণ বলেন ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা ,স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষার আন্দ্রোলন ।
আমাদের স্বাধিকার ,মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অমর একুশের অবিনাশী চেতনাই যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস ।ফেব্রুয়ারির রক্ত ঝরাপথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় আসে বাংগালীর কাঙ্খিত স্বাধীনতা ।
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ বিশ্বে বিরল ঘটনা। এটি বাংগালী হিসাবে আমাদের গুরুত্বপুর্ন অর্জন।একুশে ফেব্রুয়ারি আমাদের সাহসি ও আত্মময়ার্দাশীল হতে শেখায় ,স্থানীয় পর্য়ায়ে স্থায়িত্বশীল ও সার্বভৌম নাগরিক সংগঠন গড়ে উঠুক ।
উক্ত আলোচনা সভায় কোস্ট ট্রাস্ট ইলিশা শাখার ব্যবস্থাপক শতদল কবিরাজ,ভেলুমিয়া শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম ,ভোলাশাখার ব্যবস্থাপক মোহাম্মদ উল্ল্যাহ ,এপিসি প্রকল্পের মনিরুজ্জামান,সিইপি আই প্রকল্পের মনিরুজ্জমান,শিশ খান শাওন,সি এফ টি এম প্রকল্পের প্রোগাম অফিসার রাজিব ঘোষ ,প্রকল্প সমন্বয়কারি ফজলুল হক সহ সকল ভোলা সদর উপজেলার ৩ টি শাখার সহকর্মিগণ অংশগ্রহণকরেন ।
কোষ্টট্রাষ্ট সকল মানবিক, সামাজিক উন্নয়ন সহ রাষ্ট্রের সকল দিবস পালনে বদ্ধপরিকর। বিশেষ করে মাতৃভাষা এখন আন্তর্জাতিক ভাবে পালন করে আসছে। এই দিবসে সকল শহীদের প্রতি কোষ্টট্রাষ্ট গভীর শ্রদ্ধাশীল।
নিজস্ব প্রতিবেদক চরফ্যাসন ভোলা থেকে।
দৈনিক ভোরের বার্তা