ভোলার রাজাপুরে দ্বিতীয় দফা সংঘর্ষে আহত ২

সম্পৃতি ভোলা সদর উপেজলার রাজাপুরের শ্যামপুর ক্লোজার বাজারে থেমে থেমে দুই দফার সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৫ ই সেপ্টেম্বর সকালে ফকির গ্রুপ ও দেওয়ান গ্রুপ দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলেও সক্রিয় উপস্থিত ছিলেন ফকির গ্রুপ।
অপরদিকে গতকাল সন্ধ্যায় ফের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত বাজারে সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন দেওয়ান গ্রুপ অর্থাৎ হেলাল মেম্বার গ্রুপ। প্রথম দফার সংঘর্সে আহত ৪ জন হলেও দ্বিতীয় দফায় আহত ২ জন ।
দ্বিতীয় ধফায় আহত জাকির ও রফিক মিয়াজি ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে বলে জানান তাদের স্বজনরা ।
আহত রফিকও জাকির ফকির গ্রুপের লোক বলে জানাগেছে। এদিকে সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ তৎপর রয়েছেন বলে জানান স্থানীয়রা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কোন প্রকার সহিংসতা যেন না ঘটতে পারে সে জন্য দুই গ্রুপের দুইজন যথাক্রমে হেলাল মেম্বার ও কালাম শিকদার পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন ভোলা সদর থানার অফিসার্স ইনচার্জ এনায়েত হোসেন। এদিকে ঐ এলাকা বর্তমানে শান্ত রয়েছে বলে জানান স্থানীয়রা।
ভোলা প্রতিনিধি।