ভোট কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে – নির্বাহী ম্যাজিস্ট্রেট

ফরিদপুর জেলার মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ জন।
নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে মাঝকান্দি মাজেদা জুট মিলের এর সামনে আজ বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) ভোরে নগরকান্দার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল,গাড়ী চালক আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য দুর্ঘটনার কবলে পড়েন।
গাড়ী চালক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জেলা প্রশাসন সুত্রে জানাগেছে।
হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ