ভাঙ্গায় গুণীজন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ফাউন্ডেশন-এর উদ্যেগে “গুণীজন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০”- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৫ ডিসেম্বর সরকারি কে.এম কলেজ মাঠ ভাঙ্গায় এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় শিক্ষানুরাগী রমেশ দত্ত স্মৃতি একাদশ দল ডাক্তার শওকত আলী ফকির একাদশকে ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে চ্যান্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো- শিক্ষানুরাগী রমেশ দত্ত স্মৃতি একাদশ,ডাক্তার শওকত অালী ফকির স্মৃতি একাদশ,প্রিন্সিপাল গুলজার আহমাদ স্মৃতি একাদশ ও সাংবাদিক গৈতম দাস স্মৃতি একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) আল-আমীন। আরো উপস্থিত ছিলেন, সরকারী কে.এম. কলেজের সাবেক অধ্যক্ষ মোসাহেদ ঢালী।
এছাড়াও আরো উপস্থিত ছিল বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা, খেলাপ্রেমিক, দর্শক প্রমুখ। খেলায় ধারা বর্ণনায় ছিলেন, সাংবাদিক এ.টি.এম ফরহাদ নান্নু ও পলাশ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি>