ভাঙ্গায় আল-সেফা হোমিও হল এর শুভ উদ্বোধণ

ফরিদপুরের ভাঙ্গায় দোয়ার মাহফিলের মাধ্যমে আল-সেফা হোমিও হল এর শুভ উদ্বোধণ করা হয়েছে।
এতে নিয়মিত রোগী দেখবেন ডা. রওশন আরা (ডিএইচএমএস – ঢাকা, এম. এ)।
গত (২ সেপ্টেম্বর) বুধবার ভাঙ্গা থানার দক্ষিনে কাপুড়িয়া সদরদী মাদ্রাসা সংলগ্ন রোডে বাদ আছর দোয়ার মাহফিলের মাধ্যমে আল-সেফা হোমিও হল এর শুভ-উদ্বোধণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোাদ্ধা অবসর প্রাপ্ত এ এস পি মোঃ ইমারত হোসেন, বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি জনাব মন্জুর মোর্শেদ, সুমিষ্টভাষি বক্তা মাওলানা ফরিদ উদ্দিন, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ টি এম ফরহাদ নান্নু, ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মো. সাখাওয়াত হোসেন, ভাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ