বৃদ্ধাকে বাঁচাতে সড়ক দূর্ঘটনায় ভোরের বার্তার প্রতিনিধি আহত

গতকাল আনুমানিক দুপুর ২:৩০ মি: এ ফরিদপুর বোয়ালমারি উপজেলায় সড়ক দূর্ঘটনায় দৈনিক ভোরের বার্তা ফরিদপুর কানাইপুর প্রতিনিধি জনাব ইনামুল হাসান মাসুম আহত হন ।
ফরিদপুর সিটি পেজ তারা একটি ভ্রমনের উদ্দেশ্য করে বোয়ালমারি সসরাইল জমিদার বাড়ী যান। ভ্রমণ শেষে ফিরার পথে ইনামুল মাসুম তিনি এক বৃদ্ধ ব্যাক্তিকে বাঁচাতে গিয়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করেন। তাৎক্ষনিক ভাবে তাকে বোয়ালমারি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তিতে তাকে ফরিদপুর ট্রমা হসপিটাল এ নিয়ে আসা হয়।
তিনি এখন ফরিদপুর ট্রমা হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। তাহার পায়ের বাটি ঘুরে গেছে। আজ বিকাল ৩:০০ ঘটিকায় তাহাকে ফরিদপুর টেপাখোলা রেজোয়ান হাসপাতালে নেয়া হবে।
তাহার দূর্ঘটনার খরব পেয়ে দৈনিক ভোরের বার্তার সম্পাদক মোশারফ হোসেন যোগাযোগ করেন ও
তাহার দ্রুত সুস্থতা কামনা করেন।
দৈনিক ভোরের বার্তা