বীর মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মো. সাখাওয়াত হোসেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আয়োজনে অবস্থান কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন পালিত হয়।
আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়।
গত ২৩ ফেব্রুয়ারি কোটাসহ ৭দফা দাবীতে রাজধানীর শাহাবাগে লাগাতার অবস্থান কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সেসময় বক্তরা বলেন জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা, মহিলা সহ অর্ধশতের ও বেশি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পুলিশি বর্বরতার হামলার স্বীকার হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহিলা বিষয়ক সম্পাদক হামিদা ইসলাম বলেন, আমাদের উপর যতোই নির্যাতন-নিপীড়ন করা হোক না কেনো সরকারী সহ সব চাকরীতে ৩০% কোটা সহ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু, যুগ্ম মহাসচিব ফারুক ভুইয়া, যুগ্ন মহাসচিব মো. মিজানুর রহমান সাগর, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াসিন অাকন্দ, ভাইস চেয়ারম্যান কোরবান মোল্লা, ভাইস চেয়ারম্যান মোকসেদুল অালম বাবুল, ভাইস চেয়ারম্যান তসলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাওয়া নূর, প্রচারক সম্পাদক জামিল অাহমেদ রাজু, নির্বাহী কেন্দ্রীয় সদস্য, হারুনর রশীদ তরফদার, নির্বাহী সদস্য অালমগীর কবীর সোহাগ, ঢাকা দক্ষিণের অাহবায়ক জাবেদ অাহমেদ, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম রবিন, বীর মুক্তিযোদ্ধাগণ সহ মুক্তিযোদ্ধার নাতী-নাতনী প্রমুখ।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।
দৈনিক ভোরের বার্তা