বিরল রোগে আক্রান্ত শাহজালাল ফিরে পেতে চান সাভাবিক জীবন

দীর্ঘদিন ধরে কানের অজ্ঞাত রোগে ভুগছে শাহজালাল (১২) মা তোফেয়া বেগম জানান, শাহ‘জালাল জন্মের পর থেকে এ রোগে আক্রান্ত। তখন কানের উপরে ছোট একটি গোটার মতো ছিল।
আস্তে আস্তে বড় হয়ে কানসহ ঝুলে পড়ছে। পাঁচ বছর বয়সের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন। চিকিৎসকরা ১১ হাজার টাকা চুক্তিতে অপারেশন শুরু করেছিলেন কিন্তু অতিরিক্ত রক্ত খরন হওয়ার কারণে অপারেশন বন্ধ করে দেন।
চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। টাকার অভাবে তা আর হয়ে উঠেনি। শাহ’জালালের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুলন্ত কানও বড় হয়ে যাচ্ছে।
শাহ’জালাল পটুয়াখালীর কলাপাড়া উপজে’লার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের চায়ের দোকানী মো. শাহ’জাহান মুন্সীর ছোট ছেলে। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। চিকিৎসকরা বলছেন, তার কানের একটি অপারেশন করলেই সে সুস্থ হয়ে যাবে। অপারেশনে অনেক টাকা ব্যায় হবে।
তার পরিবারের পক্ষে এতো টাকা ব্যায় বহন করা সম্ভব নয়। তাই পরিবারটি এখন তাদের সর্বকনিষ্ঠ ছেলের এমন নিয়তি মেনে নিয়েছে। যত দিন যাচ্ছে কান ততই বড় হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো হবে। দেরি করলে কানের সমস্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
আবার এ রোগে মস্তিস্কে প্রভাব পড়তে পারে বলে বিশেসজ্ঞরা জানিয়েছেন। চাপলী বাজারের চায়ের দোকানদার বাবা শাহ’জাহান বলেন, শাহ’জালাল স্কুলে যেতে চায় না। স্কুলে গেলে অন্য শিশুরা ভয় পায়। আবার কেউ কেউ খারাপ মন্তব্য করে। স্কুলে দিয়ে আসলে কতক্ষণ পরে চলে আসে।
অন্যান্য শিশুদের চিন্তা করে শিক্ষকরাও আগ্রহ দেখায় না। তাই এখন আমার সঙ্গে দোকানে থাকে।তিনি আরও বলেন, যখন কানের ভেতরে চুলকায় তখন সে অস্বাভাবিক আচরণ করে।শাহ’জালালের মা মোসা.তোফেয়া বেগম বলেন, তার চিকিৎসায় অনেক টাকা খরচ হবে। আমাদের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়।
ছেলের চিকিৎসায় তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। শাহ’জালালকে সহযোগিতা করা যাবে ০১৭৪৬-৬৬৮১১৭ নম্বরে।
নয়নাভিরাম গাইন( নয়ন) কলা পাড়া পটুয়াখালী প্রতিনিধি।।