বিপুল ভোটে জয়ী হলেন খুরশিদ হায়দার টুটুল

মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলাফল মাগুরা পৌরসভা নির্বাচনে ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, শনিবার বিকালে মোট ৩৫ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
খুরশিদ হায়দার টুটুল, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) ইকবাল আকতার কাপুর, পেয়েছেন ৬০৭৩ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ( হাত পাখা মতিউর রহমান পেয়েছেন ৩৩৪৫ ভোট। নির্বাচনে জয়ের পর খুরশিদ হায়দার টুটুল ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত বিজয়ের মালা পরব না।
জানা গেছে, মাগুরা প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পৌরসভাটিতে মোট ভোটার রয়েছেন ৭৬ হাজার ৮৯৩ জন। ৩৫ টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ছিল ২০৮টি। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি।