বিএনপি প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন পত্র বাতিল

সারাদেশে ২৮ফেব্রয়ারী অনু্ষ্ঠেয় পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ভোলার চরফ্যাসন পৌরসভা নির্বাচনে গত ০৪/০২/২০২১ইং বৃহস্পতিবার ৪ঠা ফেব্রয়ারি–২১ মনোনয়ন যাচাই বাচাইতে( বিএনপির) মনোনীত প্রার্থী সিকদার মোঃ মোহাম্মদ হুমায়ুন কবিরের মনোনয়ন যাচাই বাছাইতে বাতিল হয়ে যায়।
এছাড়াও, মোঃআবু ইউসুপ(ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়ন যাচাই বাছাইতে বাতিল হয়ে যায়। সাধারন কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ড মোঃআজাদ উদ্দিন ৬নং ওয়ার্ডে মোঃ সালাউদ্দিন ৮নং ওয়ার্ডে মোঃ ছিদ্দিকুর রহমান মোক্তাদী ৯নং ওয়ার্ডে মোঃ আবদুল করিম মুন্সীর মনোনয়ন যাচাই বাছাইতে বাতিল হয়ে যায়।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯নং ওয়ার্ডে হোসনেনারা বেগম, নাজমা বেগম ও কামরুন্নাহার মনজুর প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাছাই বাছাইতে হলফনামায় তথ্যে গরমিল থাকায় মনোনয়ন বাতিল করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
তথ্য গোপন, সনদ জালিয়াতি, সঠিক তথ্য প্রামানের ব্যার্থতা সহ বিভিন্ন কারণে বাতিল হয়। প্রার্থীতা পূনরুদ্ধারে এ বিষয়ে যথাযথাবে আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা৷
মনির আসলামী। চরফ্যাসন, ভোলা থেকে।
দৈনিক ভোরের বার্তা