বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত –দৈনিক ভোরের বার্তা

গতকাল রবিবার বাস– ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ।
মাগুরা’র শালিখা উপজেলার যশোর-মাগুরা মহাসড়কে শতখালী নামক স্থানে এ আর জুট মিলের সামনে ঢাকা-খুলনা গামী মামুন পরিবহন ঢাকা মেট্রো -ব ১৫- ৪২৫০ যাত্রীবাহি বাসের সাথে বিপরিত দিক থেকে ছেড়ে আসা কয়লা বাহি ট্রাক যশোর- ট-১১-৫৫৩৩ মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মিলন (৩৫) নামে ট্রাকের ড্রাইভার নিহত হয়।নিহত মিলন যশোর সদর উপজেলার পুলের হাট গ্রামের বুধই বিশ্বাসের ছেলে। জানা যায় আরও ১০জন আহত হয়েছেন আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জানা যায়
এস এম শিমুল রানা