বালিয়াকান্দিতে কার্তিক মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে

গত রবিবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে কার্তিক মন্ডলের বাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে গোয়াল ঘর, ঘরে থাকা ৩টি গরু, ২টি ছাগল, ৩০মন পিয়াজ ভস্মিভুত হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১ কিলোমিটার রাস্তার কাপের্টিং দ্বারা উন্নয়ন কাজ শুরুর পর বেড কেটে ফেলে রাখা হয়। রাস্তার দু;পাশ ৩-৪ ফুট উচু হওয়ায় এখন চলাচল অযোগ্য হয়েছে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও বাড়ী পর্যন্ত পৌছাতে পারেনি। ফলে আগুন না নিভিয়ে ফিরে আসতে হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার শংকর কুমার বিশ্বাস বলেন, বিলবকচর গ্রামের কার্তিক মন্ডলের বাড়ীতে অগ্নিকান্ডের খবর পেয়ে গেলেও সড়ক কেটে ফেলে রাখার কারণে আমরা ওই বাড়ী পর্যন্ত পৌছাতে পারেনি। ফলে ক্ষতির পরিমান বেশি হয়েছে।
বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ বলেন, কার্তিক মন্ডলের বাড়ীতে আগুন লেগে ৩টি গরু, ২টি ছাগল ও ৩০ মন পিয়াজ ভস্মিভুত হয়েছে। এতে তার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুর-শরিয়তপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে একই প্যাকেজে আমতলার পাকা সড়কের ৯ শ মিটার পর ১৯০০ মিটার (১ কিলোমিটার) বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি, বিলবকচর, মধ্য বকচার গ্রামের মধ্যে কার্পেটিং দ্বারা এবং ত্রিলোচনপুরের ৮২০ মিটারের কাজ পায় মেসার্স চৌধরী এন্টারপ্রাইজ, ১ কোটি ১৯ লাখ টাকা ব্যায়ে ত্রিলোচনপুরের ৮২০ মিটারের কাজ ইতোমধ্যে বালি ভরাটের কাজ শেষ হয়েছে।ৎ
পাপ্পু কুমার সরকার রাজবাড়ী জেলা প্রতিনিধি :