বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এ্যাসোসিয়েশন নওগাঁ ইউনিটের পূনমিলনী

নওগাঁর আব্দুল জলিল শিশু পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এ্যাসোসিয়েশন নওগাঁ ইউনিটের পূনমিলনী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌঃ আবদুল মান্নান মিয়া বিপিএম পুলিশ সুপার নওগাঁ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব ডাঃ মোহাম্মদ সাঈদুল হক – তত্বাবধায়ক (চঃদাঃ) জেলা সদর হাসপাতালা নওগাঁ, বিশেষ অতিথি হিসেবে জনাব মাহবুব আলম – যুগ্ম মহাসচিব , বেকা জাতীয় নির্বাহী পরিষদ সদর দপ্তর ঢাকা, জনাব ড. মোহাম্মদ শামসুল আলম – সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ নওগাঁ সরকারী কলেজ, জনাব বেলাল হোসেন – সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস নওগাঁ সরকারী কলেজ, জনাব মোঃ সাহিদুজ্জামান খান চৌধুরি – প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিএমসি মহিলা কলেজ, নওগাঁ, জনাব আলহাজ্বর রহমান বাবলু – কাউন্সিলর ২নং ওয়ার্ড, নওগাঁ পৌরসভা, নওগাঁ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এ্যাসোসিয়েশন বেকা এর বিভিন্ন জেলা ইউনিটের সদস্যরা। এদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া, ঠাকুরগাঁও, লক্ষিপুর, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সভাপতি সহ সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মোশারফ হোসেন শান্ত – এক্স ক্যাডেটস্ এ্যাসোসিয়েশন, নওগাঁ ইউনিট।
অনুষ্ঠানটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই দফায় অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রধান অতিথির বক্তব্য সহ বিশেষ অতিথিরা বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রধান অতিথি সেচ্ছায় ব্লাড দান কর্মসূচি উদ্বোধন করেন। সারাদিন সেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়ে থাকে। বিকাল ৩টা থেকে ০৭ টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়ে থাকে।
তাসনিম সুলতানা আন্নিকা, নওগাঁ জেলা প্রতিনিধি।