বরিশাল ১ আসনের এম.পি এর রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, প্রধান মন্ত্রী’র ফুপাতো ভাই, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক সফল চীফ হুইপ, মুক্তিযোদ্ধা সংগঠক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর আশু রোগ মুক্তি কামনায় বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাসের উদ্যোগে বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া বিষ্ণু মন্দিরে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া বিষ্ণু মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল সরকার, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল কুমার লাহেড়ী, নিমাই কৃষ্ণ দাস সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিন বাংলার আওয়ামী লীগে অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ মঙ্গলবার রাত নয়টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে তাৎখনিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতালের আইসিইউতে নিবির পর্যবেণে রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য সারর্নিক মনিটরিং করছেন চিকিৎসকেরা।
এছাড়াও আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র রোগ মুক্তি কামনায় আগৈলঝাড়ায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
জগদীশ মন্ডল, আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।