বরিশালের মাদক কারবারি সোহেল ০৩ কেজি গাঁজা নিয়ে ভোলায় আটক

দক্ষিন বাংলার প্রবেশদ্বার ভোলার ইলিশা ফেরিঘাটের ২নং পন্টুন থেকে ০৩ কেজি গাঁজা সহ সোহেল হাওলাদার নামক মাদক কারবারিকে আটক করেন ইলিশা ফাড়ি পুলিশ।
সোহেল সিকদার বরিশাল সিটিকর্পোরেশনের রুপাতলি ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা আলি আকবার হাওলার ও মাতার নাম আকলিমা বেগম বলে জানাযায়।
আটকের বিষয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শেখ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বিকালে ইলিশা ফেরিঘাট এলাকায় এএসআই গুলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি।
এসময় মোঃ সোহেল কে সন্দেহজনক তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করি। পরে তাকে গাঁজাসহ আটক করে নিয়ে আসি।
তাকে ভোলা সদর থানায় প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।তিনি বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয় এর নির্দেশনায় ভোলাকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
শফিক খাঁনঃ