বন্যা কবলিতদের মাঝে ত্রান দেওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ

গত ২১ শে আগষ্ট রোজ শুক্রবার নদীতে নিখোজ বোরহান উদ্দিন নিশাত (২০) এর সন্ধান এখনো মেলেনি। ঘটনার দিন গাইবান্ধায় ত্রান দিতে গিয়ে, ত্রান কার্যক্রম পরিচালনাকালে নৌকা থেকে পড়ে গিয়ে বোরহান উদ্দিন নিশাত (২০) নামের রংপুর পলিটেকনিক এ অধ্যায়নরত এক শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিখোঁজ নিশাত গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়। দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান দিতে কামারজানি ব্রন্মপুত্র নদিতে গেলে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করেন।
পরে কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম জাকির ঘঘটনাস্থলে আসেন এবং লোকজন নিয়ে পুনরায় খোজাখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। এবং রংপুর থেকে ডুবরি দল এসে উদ্ধারকাজ শুরু করে।ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
গোঘাট গ্রামে বন্যাকবলিতদের মাঝে বন্ধুদের সাথে ত্রান দেয়ার সময় হঠাৎ নৌকা থেকে পরে যায় নিশাত।ফায়র সার্ভিস যতেষ্ট খোজাখুজির পরও তার কোন সন্ধান করতে পারেনি। তারা মনে করছে এই নদীর বগুড়া সারিয়াকান্দি পয়েন্টে তাকে পাওয়া যেতে পারে।
তার সন্ধানে তৎপর সবাই ব্যক্তিগতভাবে কেউ যদি নদীর আশপাশে বা অন্য কোথাও কেউ তার সন্ধান পায় তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়। ০১৭৮৬৯৯৭৯৬৯ (মোঃরায়হান হোসেন)। ০১৭১০৪৩২৫৫৫ (মোঃআরমান হোসেন)।
মোঃ খালেকুজ্জামান জনি প্রতিনিধি রংপুর