বন্ধুর উপকার করতে গিয়ে সব হারিয়ে বিপদে-ফাহিম

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হাতিয়া গ্রামের অত্যন্ত মেধাবী ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভালো সাবজেক্টে পড়ার আশায় চায়নায় যান। সেখানে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
তার দেখাদেখি তার বন্ধু একই গ্রামের ময়েন উদ্দীনের ছেলে হাসেম আলী চায়না যাওয়ার কথা ফাহিমকে জানান। ফাহিমও তাকে যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হাসেমের পলিটেকনিক এর অষ্টম পর্বের ফলাফল প্রকাশ না পাওয়ায় তার অষ্টম পর্বের সার্টিফিকেট সেই মুহুর্তে দিতে পারে নি।
ফাহিম হাসেমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে হাসেম বলেন মে/জুন মাসে তার ফলাফল প্রকাশ পাবে। সেজন্য হাসেম প্রথমে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভাষা শিখবে।পরবর্তীতে বিএসসি তে ভর্তি হবে।
পরবর্তীতে হাসেম যথাসময়ে তার ডিপ্লোমার সার্টিফিকেট না দিতে পারলে ফাহিম পড়ে যান বিপদে। বহু চেষ্টা করার পরেও যখন ফাহিম তাকে একটি ভার্সিটিতে পড়ানোর ব্যবস্থা করে দেন তখনও গাফিলতি করেন হাসেম।
হাসেম তখনও যথাসময়ে ভাষা শেখার ভার্সিটি থেকে NOC ( no objection Certificate) টাও নিতে পারেন নি শুধু মাত্র নিজের আলসেমি ও গাফিলতির জন্য। শুধুমাত্র একটি NOC এর জন্য সেখানেও যখন ওর কাগজ সেই ভার্সিটিতে বাতিল করে তখন চারদিকে অন্ধকার দেখতে থাকেন ফাহিম।
আরেকটি ভার্সিটিতে যখন ইংরেজিতে ইন্টারভিও ভিডিও দিতে বলে সেখানেও গাফিলতি করেন হাসেম। এর পরেও চায়না ভাষায় EEE(Electrical & Electronics Engineering) তে বিএসসি করার সুযোগ দিলে হাসেম তা পড়তে রাজি হয়নি। এদিকে ভিসার মেয়াদ শেষ হলে তাকে দেশে আসতে হয়।
দেশে আসার পর সে ফাহিম ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে বলে জানান ফাহিমের পরিবার। হাসেম বিভিন্ন মাধ্যমে দাবী করে সে ফাহিমকে ৫ লক্ষ টাকা দিয়েছে চায়না যাওয়ার জন্য,যেটি কোনো ভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে সাংবাদিক কে জানান একটি মহল তারা আরো জানান যে কেউ যদি চায়না যেতে চায় ফাহিম তাদের পরামর্শ ও যতাসম্ভব সাহায্য করে।
তাদের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ বিশ্বাস যোগ্য নয়। এ ছেলেকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়ছে ফাহিম।
ফাহিম বলেন, হাসেমের যখন যেখানে টাকা লাগছে তখন সে নিজে সেখানে টাকা দিয়েছে, নয়তো ফাহিম দিতে সাহায্য করেছে। হাসেম মোট খরচ করেছে ২,৩৮,০০০ টাকা।
হাসেম জোরপূর্বক কিছু করতে না পেরে এখন বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে খবর ছাপিয়ে ফাহিম ও তার পরিবারকে হেনস্থা করছে। এদিকে ফাহিম তার বন্ধুকে সাহায্য করতে গিয়ে হারালেন বন্ধুত্ব, হারালেন মান সম্মানও।
নিজেস্ব প্রতিবেদক ঃ