বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাটহাজারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়ন যুবলীগ।
সোমবার ০৭ ডিসেম্বর বিকেলে উপজেলাধীন মির্জাপুরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গনি শপিং সেন্টার থেকে শুরু করে সরকারহাট বাজার হয়ে মিউবি’র গেইট থেকে মিতালি ক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীনের সঞ্চালনায় ও মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচ এম হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ হচ্ছে। আমি একটা বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা আপোষহীন। একাত্তরে আমরা যাদের পরাজিত করেছি আজ তারা আবারো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের পেছনে একটায় লক্ষ্য তাদের জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন খাঁন সুমন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ- আনোয়ার হোসেন, আলতাফ হোসেন, মোঃ আলম, জানে আলম, মুনছুর, আক্কাস, আলাউদ্দিন, সেলিম, ফরিদুল আলম মুন্সি, হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ নেতা, আবু হায়াৎ মানিক, সৈয়দ ফরহাদ, হারুন, আবদুল্লাহ আল মামুন জয়, রুবেল নন্দী, মোঃ রায়হান উদ্দীন,শহীদুল ইসলাম শহীদ, নাহিদ হোসেন সুমন, ভূবণ চৌধুরী, মিজান, ইকবাল, জুবায়ের, বাবু, খোরশেদ, শাকিল, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ।
এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।