ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর সদরের ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশগ্রহনে সদরের বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কর্মসূচীর বিষয় নিয়ে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, কোতয়ালী থানা ওসি (তদন্ত) এনায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, বি এম এ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহফুজুর রহমান বুলু, উপজেলা এলজিইডি প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু ।
এবং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী ফারুক ডাবলু, ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী (বারী), কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার আহাম্মেদ ইকু, গেরদা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শামসুন্নাহার মুহিত প্রমূখ।
সভায় সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে কি কি সমস্যা রয়েছে এবং তা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
ইউএনও মাসুম রেজা বলেন, করোনা ভাইরাস নতুন রুপে আরও ভয়ঙ্কর ভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যদি করোনার হাত থেকে রেহাই পেতে চাই তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
এখনো যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তারা দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন। আপনারা যার যার ইউনিয়নে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন।
তিনি আরও বলেন, আমরা ঐতিহাসিক মার্চ মাস এর মধ্য দিয়ে যাচ্ছি। ইতিমধযে আমরা ৭ মার্চ পালন করেছি। ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস। এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন করবো আমরা। দিবসগুলোতে প্রত্যেক ইউনিয়ন সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করবেন।
মোঃ ইনামুল হাসান মাসুম, ফরিদপুর: