ফরিদপুর ডায়াবেটিক সমিতি মুক্তিযোদ্ধা পরিবারের চিকিৎসায় বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন না করলে আজ আমরা কোনোভাবেই নিজেদের স্বাধীন জাতি ভাবতে পারতাম না, পরাধীনতার শিকল হয়তো আমাদের আজো তাড়া করে বেড়াতো।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি বর্বর বাহিনীকে বিতারিত করার মাধ্যমে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছে। মুক্তিযোদ্ধারা কখনো তাদের স্বার্থের কথা বিবেচনা করেননি।
আর তাই স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে ‘ফরিদপুর ডায়াবেটিক সমিতি’ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের (বীর মুক্তিযোদ্ধা, স্বামী/স্ত্রী, সন্তান) ডায়বেটিকস এসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সুত্রে জানা যায়।
সূত্রে আরো জানা যায়, চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদান সমুহের মধ্যে রয়েছে-৩টি সাধারন বিছানা ফ্রী, কেবিনে অবস্থানকালে পঞ্চাশ ভাগ, ইনভেস্টিগেশন চার্জ পঞ্চাশ ভাগ রেয়াত, হাসপাতালে বিশেষ বিশেষ পরীক্ষা পত্র ছাড়, এম. আর. আই পরীক্ষার জন্য দুই হাজার টাকা, সিটি স্ক্যান এর জন্য পনের শত টাকা। ডায়বেটিকস এর রক্তের পরীক্ষার জন্য কোন চার্জ দিতে হবে না।
ফরিদপুর জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জানান, “ফরিদপুর ডায়বেটিকস সমিতির সাথে আমরা আলোচনান্তে প্রদানকৃত সিদ্ধান্তের চিঠিটি আমরা অবগতি প্রচারে জন্য ব্যাবস্থা গ্রহন করেছি।”
ফরিদপুর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লা জানান, “ফরিদপুর ডায়াবেটিক সমিতির এ সিদ্ধান্তের জন্য আমরা কর্তৃপকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রদানকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আসছি।”
আরো পড়ুনঃ- ৩০ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি
এ দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কমান্ড কাউন্সিল এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা মুঠোফোনে জানান, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদানের এ মহতি সিদ্ধান্ত গ্রহণ করায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে ভাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
Md Shakhawat Hossain
[…] […]