ফরিদপুরে ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন ’এ ’ প্লাস এর ক্যম্পেইন শুরু

গতকাল ০৮ ই আক্টেবর ২০২০ রোজ বৃহস্পিতিবার সকাল ৮ ঘটিকায় ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল এ জাতীয় ভিটামিন ’এ ’ প্লাস এর ক্যম্পেইন শুরু হয়।
রোটারি ক্লাব অব ফরিদপুর এর সহযোগিতায় রোটারেক্ট ক্লাব ফরিদপুর এবং রোটারেক্ট ক্লাব অব ফরিদপুর মেডিক্যাল কলেজ এর তত্বাবধায়নে ৪ দিন ব্যাপি জাতীয় ভিটামিন ’এ ’ প্লাস এর ক্যম্পেইন এর কর্মশুচী শুরু হয়েছে।
এই কর্মশুচীতে উপস্থিত ছিলেনে, রোটারিয়ান আই, পি, পি নাজমা আক্তার, রোটারিয়ান প্রেসিডেন্ট গোলাম রব্বানী ভূইয়া রতন, পি, এস, সি, সি ডা: এনামুল হক, রোটারেক্টর সংখ্য মোল্লিক, রোটারেক্টর প্রেসিডেন্ট সঞ্জয় সুত্রধর।
এছাড়া সেকরেটারী মো: এহ্তেশামূল হক শিশির, রোটারেক্টর মেডিক্যল কলেজ প্রেসিডেন্ট অনিন্দ পাল অন্তর, রোটারেক্টর প্রনব জয়, রোটারেক্টর রাসেল, সাব্বির,শাওন,মেহেযাবিন,শারমিন রহমান,অনিন্দ, এবং অন্যান্যরা।
জাতীয় ভিটামিক এ প্লাস ক্যম্পেন এর কর্মসূচি আগামী ৮-১০-২০২০ রোজ বৃহস্প্রতিবার হইতে আগামী ১১-১০-২০২০ ইং তারিখ রোজ রবিবার পর্যন্ত চলবে।
সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফরিদপুর ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হইবে।
দৈনিক ভোরের বার্তা