ফরিদপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

সারাদেশে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। সারাদেশের ন্যায় ফরিদপুরেও আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পেইন চলাকালে ফরিদপুরে ১ হাজার ৯৬৫ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ( ১ লাখ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৫ হাজার ২৩০টি শিশুকে লাল রঙের ‘এ’ (২ লাখ আইইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেনারেল হাসপাতালের সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান।
সভায় জানানো হয়, এ কাজে নিয়োজিত থাকবে ১৮২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন সিএইচসিপি, ১১ জন স্বাস্থ্য পরিদর্শক, ৪৮ জন সহ স্বাস্থ্য পরিদর্শক, ৫১ জন স্যাকমো, ৯জন এসআই। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের ৪৬৩ জন স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করবে। পাশাপাশি কাজ করবেন ৩ হাজার ১৯৬ জন স্বেচ্ছাসেবী।
সভায় জেলা সহকারি তথ্য কর্মকর্তা পারভেজ দাস উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এবং ক্যাম্পেইন সফল করতে সকল মহলের সহযোগীতা কামনা করেন।
মোঃ ইনামুল হাসান মাসুম: