ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মন্ডল এর স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মন্ডল এর অকাল প্রয়াণ এ মহিম ইনইসটিটিউশন হল রুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখা,কোতোয়ালি থানা ও শহর শাখার আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্হায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু ।বক্তব্য রাখেন সিপিবি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক, বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আতিয়ার রহমান, বাংলাদেশ জাসদ রাজবাড়ি জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস।
বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া মিলন, বাংলাদেশ জাসদ ফরিদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো:শাহরিয়ার শাহীন, প্রয়াত নেতা আব্দুল্লাহ মন্ডল এর কন্যা সুমাইয়া অন্তরা, বাংলাদেশের ওয়াকার্স পার্টি মার্কস বাদী ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম, ইউনাইটেড কমিউনিস্ট নেতা নাজমুল ইসলাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা আবুল কাদের আজাদ ।
শোক সভা পরিচালনা করেন বাংলাদেশছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি শাহাবুল আলম, সভায় সভাপতিত্ব করেন কমরেড আশরাফ উদ্দিন তারা সভাপতি বাংলাদেশ জাসদ কোতোয়ালি থানা শাখা ফরিদপুর ।
সভায় বক্তারা আব্দুল্লাহ মন্ডল এর রাজনৈতিক কর্মকান্ড ও গণ মানুষের মুক্তির দাবিতে বামপন্থী দের ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শাহাবুল আলম,ফরিদপুর প্রতিনিধিঃ