ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার অালীমুজ্জামানের নেত্বত্বে জেলার নয়টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা এবং উপহার দেয়া হয়।
১৬ ডিসেম্বর ফরিদপুর জেলা পুলিশ লাইনে এ সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুরের পুলিশ সুপার অালীমুজ্জামান (বিপিএম) বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের প্রথমে ফুলদিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মাঝে উপহার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সাথে তিনি মতবিনিময় করেন। সেসময় তিনি বলেন, আপনারা জাতির শ্রেষ্ট সন্তান। আপনাদের যে কোনো সমস্যা আমাকে সরাসরি জানাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও আ‘লীগ ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের নিয়ে বিজয় দিবসে এ সংবর্ধনার আয়োজক জেলা পুলিশ ফরিদপুর অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে ।
বিশেষ করে পুলিশসুপার ফরিদপুর-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বীর মুক্তিযোদ্ধা। উল্লেখ্য, বরাবরের ন্যায় এবারও জেলা পুলিশ ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের নিয়ে উক্ত সংবর্ধনা এবং মত বিনিময় আয়োজনে করে।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা