ফরিদপুরের সালথায় বিভিন্ন আঙ্গিকে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে। কারন এবছরই এটি জাতিয় দিবস হিসাবে সরকারী ভাবে পালন করছে পুরো বাঙালি জাতি।
একই সাথে স্বাধীনতা ও ঐতিহাসিক ৭ই মার্চের সুবর্ণজয়ন্তী হওয়ায় এ দিবসটিকে ভিন্ন মাত্রায় উদযাপন করতে ফরিদপুরের সালথায় নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
তারই অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
এসময় প্রথমে সংসদ উপনেতার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরপর একে একে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ।
এছাড়া সর্বসাধারণের জন্য ম্যারাথন (দৌড়) প্রতিযোগিতা ,বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ সকাল সাড়ে ৮টায় সোনাপুর বাজার হতে সালথা উপজেলা পরিষদে এসে শেষ হয়। ৫ কিলো মিটারের এ ম্যারাথনে পুরুষ ও মহিলা সহ প্রায় ৫/৬শ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় বিজয়ীদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খানা হীরামনি, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন,এবং আব্দুর রহমান।
এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সোনাপুর ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।
পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ইমার্চের তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এলিডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে সালথা পুলিশ প্রশাসনের পক্ষথেকে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এছাড়া বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এবং বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালে আজকের এই দিনে বাঙালিজাতি অপেক্ষায় ছিলেন যে, কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেবে।
তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিকাল ৩টায় সেদিন বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেদিন যে ডাক দিয়েছিলেন সেই ডাক সারাদেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল এবং পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা এই স্লোগান নিয়ে সমস্ত বাঙালি জাতি সেদিন মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল।
তারই ফলে আজ আমরা ডিজিটাল বাংলাদেশই শুধু নয় উন্নয়নশীল দেশে উত্তরণে আজ আমরা এখানে আসতে পেরেছি-(সংগ্রহে ইলিয়াছ খান)
বার্তা সম্পাদক মোশাররফ মাসুদ