ফরিদপুরের বোয়ালমারীতে করাত কল ও মাস্ক না পরায় জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত একটি করাত কলকে লাইসেন্স বিধিমালা আইনে ও রোগ সংক্রামক আইনে দুই পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলেএ জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, হাসামদিয়া গ্রামে অবস্থিত ‘আল আমিন সমিল’-এর লাইসেন্স না থাকায় মিল মালিক টুলু মিয়াকে করাত কল লাইসেন্স বিধিমালা আইনের ২০১২ এর ৩ (১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মাস্ক না পরায় রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪ (২) ধারায় হাসামদিয়া ও পরমেশ্বরদী গ্রামের দুই পথচারী হাসান মোল্যা ও মোঃ সেলিম মিয়াকে ৪০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, লাইসেন্স না থাকায় করাত কল মালিককে ১০ হাজার এবং মাস্ক না থাকায় দুই ব্যক্তিকে চারশ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অবহতি থাকবে।
শরিফুল হাসান, ফরিদপুর প্রতিনিধি।