ফরিদপুরের কৃতী সন্তান বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের চিরবিদায়

বিএনপি সরকারের স্বাস্হ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের চিরবিদায়। রাজনীতির মাঠে আর দেখা যাবে না ফরিদপুরের জমিদার বংশের কিংবদন্তী নেতা ফরিদপুরের কৃতী সন্তান বিএনপির শীর্ষ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে।
তবু ও তার রাজনীতি জীবনে ফরিদপুর বাসীকে তিনি যে ভালোবাসা দিয়েছেন তা চিরদিন ফরিদপুরের কামাল ইউসুফ প্রেমীদের স্মৃতির পাতায় সাজানো থাকবে চিরকাল। চৌধুরী কামাল ইবনে ইউসুফের চিরবিদায় পুরো ফরিদপুরে পক্ষ-প্রতিপক্ষকে মিলিয়ে দিয়েছে এক কাতারে।
আজ (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুপুর ১ টার সময় ঢাকায় এভার কেয়ার (সাবেক) অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের মাতন বইছে পুরো ফরিদপুর জুড়ে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আলী আশরাফ নান্নু এবং সাবেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক জেড. এম. দেলোয়ার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সাবেক এই মন্ত্রী বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে বিএনপি সরকারের স্বাস্হ্যমন্ত্রী এবং ২০০১ সালে তিনি দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
নিজস্ব প্রতিবেদক