ফরিদপুরের কামারখালী মন্দির রক্ষার দাবি জানালেন মন্দির কমিটির নেতৃবৃন্দ

ফরিদপুর জেলার দুই শতাধিক বছরের প্রাচীনতম মন্দির মধুখালী উপজেলার কামারখালী বাজার সার্বজনীন রাধা কৃষ্ণ নাট মন্দির রক্ষার দাবি জানালেন মন্দির কমিটির নেতৃবৃন্দ ।
২৪.০৮.২০২০ তারিখ সোমবার বেলা ১১ টায় কামারখালী মন্দির প্রাঙ্গণে মন্দির ও বাজার রক্ষার দাবি জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ ।
কামারখালী মন্দির কমিটির সভাপতি বাবু হরিদাস সিকদার বলেন, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন থেকে গড়াই নদী হয়ে পাশের জেলা মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণের সমীক্ষা চলছে । তারা জানতে পেরেছেন কামারখালী বাজারের মধ্যে দিয়ে রেলপথ স্থাপন করা হবে এই কাজ করা হলে দুইশত বছরের পুরাতন মন্দির ক্ষতির আশঙ্কা রয়েছে । এছাড়া শতাধিক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হবে ।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন দুই শত বছরের পুরনো মন্দিরের যেন কোন ক্ষতি না হয় ।
কামারখালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা বলেন ঐতিহাসিক কামারখালী মন্দির ও বাজার রক্ষা করে রেলপথ স্থাপন করার দাবি জানান ।
কামারখালী মন্দির কমিটির সহ সভাপতি রণজিৎ কুমার সাহা বলেন, ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর এম. পি আমাদের আশ্বস্ত করেছেন মন্দির ও বাজার রক্ষা করে অপেক্ষাকৃত কম ক্ষতি হবে এমন জায়গা নিয়ে রেলপথ স্থাপন করা হবে ।
জাতিয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সুবাস সাহা বলেন, রেলপথ নির্মাণের জন্য সরকারকে ধন্যবাদ জানাই । পাশাপাশি তিনি বলেন ঐতিহাসিক কামারখালী মন্দির রক্ষা করে অপেক্ষাকৃত কম ক্ষতি হবে এমন জায়গা অধিগ্রহণ করে রেলপথ স্থাপন করা হোক ।
বাজার ব্যবসায়ী সমিতির দাবি বাজার রক্ষা করে রেলপথ স্থাপন করা হোক । পাশাপাশি মন্দির কমিটির নেতৃবৃন্দের দাবি ঐতিহাসিক কামারখালী মন্দির ও বাজার রক্ষা করে রেলপথ স্থাপন করা হোক ।
শরিফুল হাসান, ফরিদপুর প্রতিনিধি।