পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা

চতুর্থ ধাপে কলাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ই ফেব্রুয়ারী রবিবার সকাল ৮ টা থেকে ভোটাররা সর্বপ্রথম কলাপাড়াপৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে নয়টি ওয়ার্ডের দশটি কেন্দ্রের মাধ্যমে মোট ১২ হাজার ৮৯১ জন ভোটারের মধ্যে ৯১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মোট প্রাপ্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাবু বিপুল হাওলাদার ৬৫৯ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহ্ম্মেদ মাসুম বেপারী জগ মার্কার প্রার্থী ৩২৩৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী হাজী হুমায়ুন সিকদার ৬০১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ সেলিম মিয়া ৬৬৯ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান।
২ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো জনাব মোঃ হুমায়ুন কবির। ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো জনাব জাকির হোসেন জুকু। ৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব খায়রুল হাসনাত খালিদ। ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব শ্রী সেবক। ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শওকত হোসেন চৌধুরী।
৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মাহবুবুর রহমান। ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আব্দুল লতিফ খালাসী। ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আবুল কালাম সর্দার। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১,২,৩, নং ওয়ার্ড থেকে জনাবা মনোয়ারা বেগম, ৪,৫,৬,নং ওয়ার্ড থেকে জনাবা রোজিনা আক্তার ।
৭৮৯ নং ওয়ার্ড থেকে জনাবা উম্মে তামিমা বিথি। উল্লেখিত বিষয় এরা সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
নয়নাভিরাম গাইন ( নয়ন)কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি ।