পাবনা পৌরসভার কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব সামসুল আলম মনোয়ন পত্র দাখিল

আসন্ন পাবনা পৌরসভার নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সামসুল আলম মনোয়ন প্রত্র দাখিল করেন।
সোমবার (২৮-১২-২০২০ইং) বিকেলে ১৪ নং ওয়ার্ডেও গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো: মাহবুবুর রহমানের নিকট মনোয়ন পত্র দাখিল করে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখা বন ও পরিবেশ বিষয় সম্পাদক মো: জামিরুল রহমান মাইকেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মোকছেদুল আলম নয়ন।
এবং পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর মো: দেলোয়ার হোসেন দিলু। মনোয়ন পত্র দাখিল শেষে তিনি জানান, ১৪নং ওয়ার্ডের সাধারণ জনগণের দোয়া ও আর্শিবাদ নিয়ে এগিয়ে যেতে চাই, তাদের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সুখে দুখে পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করব, ইনশাআল্লাহ।
পাবনা প্রতিনিধি আলিফ হাসান