পাবনার নগরবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৩

গতকাল ৬ই সেপ্টেম্বর রবিবার সন্ধা ৭টার সময় পাবনার আমিনপুর থানার নগরবাড়ীঘাটে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
হামলার শিকার মোঃ কামরুজ্জামান জুয়েল (৫০) প্রতিবেদককে বলেন, সন্ধা ৭টার দিকে আমরা রফিক চেয়ারম্যানের পক্ষের লোকজন নগরবাড়ীর নিখিল হোটেলের সামনে বসে একটি বঙ্গবন্ধু ভাস্কর্য তৈরি প্রসঙ্গে আলাপ আলোচনা করছিলাম ।হঠাৎ অতর্কিতভাবে ঈমান হাজীর বাহিনী দেশীও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় । হামলায় আমাদের ৩ জন লোক গুরুত্বর আহত হয় । এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ জুয়েল(৪৭) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে পাবনা মেডিকেলে চিকিৎসাধীন আছে । বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে ।
কামরুজ্জামান জুয়েল আরও বলেন, আমাদের উপর যারা হামলা করেছে এরা সবাই ঈমান হাজীর বাহিনী । এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং এই হামলার একমাত্র মদতদাতা ঈমান হাজী, তার হুকুমে তারই ছোট ভাই মোঃ জিলাল (৪২) তার দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায় ।এই হামলায় আরও যারা ছিল তারা হলো, মোঃ শাহজাহান (৪০), মোঃ বিপুল(৩০), বিপ্লব (৩২), মোঃ সালাউদ্দিন (৩২), মোঃ মনিরুল(২৮), মোঃ মুরাদ চৌধুরৌ (৪০), মোঃ কায়েস(৪২)।
এ ব্যাপারে আহত জুয়েলের মা মোছাঃ জবেদা খাতুন বাদী হয়ে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেছে । মামলা নং ১৩ তাং ০৭/০৯/২০২০।
হামলার বিষয়ে প্রতিবেদক মুঠোফোনে ঈমান হাজী ও তার লোকজনের সাথে যোগাযোগ করতে গেলে কাউকে পাওয়া যায়নি ।
আজ সোমবার ৭ই সেপ্টেম্বর সকালে পাবনার এডিশনাল এস পি মোঃ মাসুদ ও আমিনপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আশ্বাস দেন ।
পাবনা প্রতিনিধ।
[…] পাবনার নগরবাড়ীতে আধিপত্য বিস্তারকে ক… […]