পরিবেশ বিপর্যয় রোধে চরফ্যাশনে বিভিন্ন স্থানে ২০০০ তাল বীজ রোপন

বর্তমান সময়ে পরিবেশ বিপর্যয়, বজ্রপাত রোধে সারাদেশ বৃক্ষ রোপণের পাশাপাশি তাল বীজ রোপণ কর্মসূচী চলছে। জলবায়ু পরিবর্তনের কারনে এই সমস্যা দিনদিন বাড়ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে উপকূূলীয় জেলা ভোলার চরফ্যাশনের ৫ টি স্থানে মোট ২০০০ তালবীজ রোপন করা হয়েছ। চরফ্যাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই তালবীজ রোপন কর্মসূচিতে অংশ নেয় শিশু সংগঠন লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট সহ আরো ৫ টিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় চরফ্যাশন-বেতুয়া রোডের দুইপাশে তালবীজ রোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আখন, নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম ভিপি, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তালগাছ বজ্রপাতের ঝুকি কমায় পরিবেশ ঠিক রাখে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৃক্ষ নিধনের কারনে তালগাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।যার ফলস্বরূপ ইদানীং বজ্রপাত সহ নানা দূর্যোগ বেড়ে যাচ্ছে। এই তালবীজ রোপনের মাধ্যমে আগামী দিনের পরিবেশ ঠিক থাকিবে দূর্যোগের ঝুঁকি কিছুটা হলেও কমবে।
মনির আসলামী, চরফ্যাসন প্রতিনিধি, ভোলা।