পদ্মদিঘির বহুমূখি হাসপাতালে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা বহুমূখি সেতু প্রকল্পে পদ্মদিঘির বহুমূখি হাসপাতালে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রক্ত আলোচনায় সকল সহিদ এর প্রতি শ্রদ্ধাশীল ও দোয়া মাহফিলের আয়োজন করেন পদ্মা বহু মূখি হাসপাতাল এর পরিচালক ডক্টর জনাব ইউসুফ এ সময় আরও যারা উপস্থিত ছিলেন ডক্টর জনাব ফারুকী সাহেব।
এবং নৈা পুলিশ সারির ইনচার্জ অচিন্ত্য কুমার রায় অরেন্ট অফিসার জনাব সিরাজ, ইব্রাহিম মাদবর ও হাসপাতালের সকল কর্মকর্তা গন এবং সবাইকে তারা কোভিড ১৯ নাইন্টিন সাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধন করতে আহবান করেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন।।
রিপোর্টার মোঃ সুমন খন্দকার
দৈনিক ভোরের বার্তা