নড়াগাতির বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল উদ্দিন এর নামে রাস্তা উদ্ভোদন

নড়াইলের নড়াগাতি থানার কামশিয়া গ্রামের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল উদ্দিন (বাদশা মুন্সি) এর নামে কামশিয়া মাদ্রাসা হতে প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের উদ্ভোদন করলেন নড়াইল জেলা প্রশাসক আন্জুমান আরা।
মাননীয় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব -১জনাব ইমরুল কায়েস রানা’র গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল উদ্দিন (বাদশা মুন্সি)।
গতকাল (৮ই ডিসেম্বর) মঙ্গলবার সড়কটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হুদা,উপজেলা প্রকোশলী আবুবকর সিদ্দিক,৮নং বাইসোনা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্লা, বাদশা মুন্সির পরিবারের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন,ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। আর এই মাসেই একজন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কটি উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দবোধ করছি। এবং যার নামে সড়কটি উদ্বোধন করা হলো তিনি একজন গর্বিত পিতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রেস -১ সচিব জনাব ইমরুল কায়েস রানা র পিতার নামে সড়কটির নামকরন করা হল।
মোঃবাবর আলী–নড়াইল প্রতিনিধিঃ