নেই কোন সাংবাদিকের নিরাপত্তা মেরে ফেলার হুমকি

বর্তমানে নেই সাংবাদিকদের নিরাপত্তা হুমকি-ধামকিতেই জীবন চলছে, সজীব হোসেন জয় জীবন ফোন করে হুমকি ধামকি দেন, আবদুল আহাদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিয়ে সজীব আহমেদ রিওন তার এলাকার গন্যমান্য ব্যাক্তিদের ঘটনাটি জানাই তার পর সে বিষয়টি থানায় এসে বলেন থানার ডিউটি অফিসার বিষয়টি জানার পর সজিব হোসেন জয় কে থানায় একটা সাধারণ ডায়রি করতে বলেন।
সজীব হোসেন জয় তিনি একটি বেসরকারী অনলাইন টেলিভিশনে জব করেন তার নিরাপত্তা কথা বিবেচনা করে, কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন, অভিযুক্ত ছেলেটি বসবাস করেন কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আটি গ্রাম, তার পুরো নাম মোঃ আবদুল আহাদ, পিতার নাম মোঃ কবির মিয়া,
গত কাল রাত ১১ টার দিকে অপরিচিত মোবাইল নাম্বার দিয়ে সজীব হোসেন জয় কে ফোন করে হুমকি ধামকি দেন, এ সময় সজীব হোসেন জয় তাকে বার বার জিজ্ঞেস করেন আপনি আমাকে এই ধরনের কথা কেন বলছেন?
আমার অপরাধ কি,কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে বার বার একি হুমকি ধামকি দিচ্ছেন , পুরোটা বিষয় ফোন আলাপের মাধ্যমে হয়েছে,ফোন আলাপের একটি কপি করে থানায় দিয়েছেন ৷ পরে এই বিষয় সজীব হোসেন জয় বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেন, তদন্ত কর্মকত্তা বিষয় টি দেখবে বলে জানান।
এস এম শিমুল রানা কেরানীগঞ্জ প্রতিনিধি: