নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোদন

নতুন বছর উপলক্ষকরে শরিয়তপুর জাজিরার। পূর্ব নাওডোবার আব্দুল ছাত্তার মাদবর বাজার সংলগ্ন এলাকায়। টুটুল প্লাজায় নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাজিরা উপজেলা চেয়ারম্যান। জনাব মোবারক আলী শিকদার ও নির্বাহী অফিসার জনাব আশরাফুজামান ভুইয়, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি জনাব আজহারুল ইসলাম পিপি, জেলা আওয়ামীলীগের জনাব মোসলেম মাদবর, বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার উদ্দিন মাদবর সাহেব, মোখলেস মাদবর চুন্নু মাদবর আব্দূর রাজ্জাক মাঝি, জনাব তাজেল মাদবর ও সপন ফকির ও সকল রাজনীতিবিদ এ রা।
উক্ত আলোচনায় তারা বলেন বিভিন্ন সময়ে আমাদের শরিরে নানা রকম সমস্যা দেখা দেয়। তাতে করে আমাদের এখানে ভালোমানের কোনো সুযোগ সুবিধা বা সাস্থ্য কেন্দ্র নেই বলে আমাদের হয়তো সদরে নয়তো ঢাকায় যেতে হয়। এতে করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখিন হতে হয় তাই সকল দিক চিন্তা করিয়া। ওমানবতার সেবা চিন্তা করিয়া। এই নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়।ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জনাব তাজেল মাদবর।
তিনি বলেন দূর অথবা এলাকা নিকট যদি কোনো গরিব বা অসহায় বেক্তি এই সাস্থ্য কেন্দ্রে আসে। এবং তার কাছে কোনো রকম টাকা পয়সা না থাকিলে সে তার নিজস্ব অর্থায়নে তার শুচিকিৎসা পাইয়ে দেয়ার ব্যবস্থা করে দিবেন। তাই এই এলাকায় এমন একটি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার হওয়ায় এলকা বাসি অনেক আনন্দিত। তাই সকলকে এক সাথে কাজ করার আহবান জানান প্রধান অতিথি থেকে শুরু করে নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জনাব তাজেল মাদবর।।
মোঃ সুমন খন্দকার, শরীয়তপুর প্রতিনিধি।