নাসিরনগর উপজেলায় (BIEA) মহান শহীদ দিবস পালিতঃ-দৈনিক ভোরের বার্তা

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন-(BIEA) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “২১সে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করা হয়েছে।
উক্ত আয়োজনে BIEA নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত “সভাপতি” ইঞ্জি. মোহাম্মদ ইমরানুল ইসলাম, সম্মানিত “সিনিঃ সহ-সভাপতি” আর্কিটেক্ট মোঃ মনিরুজ্জামান,”সহ-সভাপতি” আর্কিটেক্ট তৌহিদুর রহমান, সম্মানিত “সাধারণ সম্পাদক” মোঃ সাইফুর রহমান।
ও “যুগ্ন-সাধারণ সম্পাদক” দীপক চন্দ্র দাস , “সাংগঠনিক সম্পাদক” আজাদুর রহমান আজাদ, “অর্থ সম্পাদক” রায়হান আহম্মেদ সোহাগ, “প্রচার সম্পাদক” রিয়াজুর রাশিদ রুবেল, “ক্রিয়া সম্পাদক” মাহমুদুল হাসান খান প্লাবন, দেশের বাহিরে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষায় অধ্যায়নরত রুবেল, সাদি ও মোতাহার হুসেন সহ উপজেলা শাখার অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
BIEA ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার উপস্থিত নেতৃবৃন্দ মহান ভাষা আন্দোলনের সকল ভাষাসৈনিক এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন।
সেই সাথে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণে নাসিরনগর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরপর BIEA নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত প্রকৌশলীগনদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় BIEA নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইঞ্জি. মোহাম্মদ ইমরানুল ইসলাম সকলকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে প্রকৌশলীদের কল্যাণে এবং সার্বিক দেশের কল্যাণে BIEA এর পাশে থেকে সকল সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
মোঃরিয়াজুর রাশিদ রুবেল নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)