নারায়ণগঞ্জের বিস্ফোরিত মসজিদে অক্ষত রয়েছে কোরআন

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে পুরো মসজিদের কাঁচ, দেয়াল, টাইলস, ফ্যানসহ সব ভেঙে ওলট-পালট হয়ে গেলেও মসজিদে অক্ষত রয়েছে পবিত্র আল কোরআন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো রয়েছে অক্ষত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু দৈনিক ভোরের বার্তাকে জানান, জায়নামাজ, তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিস শরীফ। পুড়েছে জায়নামাজ, প্লাস্টিকের চেয়ার, বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ১১ জন মারা গেছেন।