নকশিস আয়োজন করলেন সমৃদ্ধ আগামীর শিক্ষা ও স্বাধীনতা

“উত্থিত হলে একটি আঙ্গুল ফোটে স্বাধীনতার ফুল” প্রতিপাদ্য কে ধারণ করে নরসিংদী জেলার স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি(নকশিস) আয়োজন করলো “সমৃদ্ধ আগামীর শিক্ষা ও স্বাধীনতা”।
গতকাল বৃহস্পতিবার (৩১ শে ডিসেম্বর) বিকালে মুজিব বর্ষের উপলক্ষে নরসিংদী জেলা শিশু একাডেমির অডিটোরিয়ামে আশোজন করা হয় “নকশিস” এর “সমৃদ্ধ আগামীর শিক্ষা ও স্বাধীনতা” অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঁইয়া। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ শাহ্ আলম, নকশিসের উপদেষ্টা অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তীসহ নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে হিন্দু ধর্মের গীতা পাঠান্তে জাতীয় সংগীত গাওয়া হয়। এসময় সকলে দাড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।
এসময় সেখানে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আলী স্যার,বিশেষ অতিথি প্রফেসর গোলাম মোস্তফা মিয়া স্যার, নকশিস এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা স্যার ,সর্বশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার বক্তব্যের মাধ্যমে আলোচনার সমাপ্তি হয়।
শেষে দেশের সার্বিক উন্নতি ও নকশিসের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ওমর ফারুক, নরসিংদী, প্রতিনিধি।