নওগাঁয় অর্ধশত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

“এসো মুছে দেই শীতার্ত মানুষের কালো কষ্টের ছাপ, তাদের মাথায় রাখি সহানুভূতির আপন হাত” এই শ্লোগানকে সামনে রেখে ‘Divine Cottage Foundation-স্বর্গীয় কুটির’ নওগাঁ এর আয়োজনে ৮ জানুয়ারি ২০২১ তারিখে সন্ধ্যা ৮ ঘটিকায় একই সাথে প্রথম দফায় নওগাঁ সদরে এবং দ্বিতীয় দফায় শান্তাহার অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অংকুর বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্জাজ খান দিব্য, আলিফ, সাংগঠনিক সম্পাদক অণিক ভূষণ সাহা, অরিন্দম কুমার দে, অর্থ সম্পাদক দ্বীপ কুমার মহন্ত, রিফাত, রুপধর, মেরাজ প্রান্ত, স্বপ্নীল, দ্বীপ, সুমন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
‘Divine Cottage Foundation-স্বর্গীয় কুটির’ নওগাঁ একটি সেচ্ছাসেবী সংগঠন, ২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুসহ দরিদ্র সকল মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে, যার ধারাবাহিকতায় এই বছরের প্রথম দফায় শীতবস্ত্র প্রদান করেন নতুন বছরের আগমন জানায়।
তাসনিম সুলতানা আন্নিকা, নওগাঁ জেলা প্রতিনিধি।