ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে এক ফার্মেসীর মালিককে জরিমানা-দৈনিক ভোরের বার্তা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন সড়কের পশ্চিমপাশে থাকা মেসার্স শাহ জালাল ফার্মেসীর মালিক মো.নূরুল আমিন (৩৫)কে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই আদালত পরিচালনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের কৃত্রিম প্রজনন সহকারী আজিনূর ইসলাম,মাঠ সহকারী কামরুল ইসলাম প্রমুখ।#
মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি