দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা গৃহশিক্ষকের, গ্রেফতার আসামী

পাবনা জেলার সুজানগর উপজেলাধীন আহাম্মাদপুর ইউনিয়নের অন্তর্গত ০৪ নং ওয়ার্ডের সোনাতলা গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার মামলার আসামী জুয়েল (২৮) কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোনাতলা গ্রামের ছাদেক আলীর ছেলে জুয়েল (২৮) দীর্ঘদিন যাবত ঐ শিশুকে প্রাইভেট পড়িয়ে আসছিল। ঘটনার দিন ২৭ শে আগষ্ট (বৃহস্পতিবার) লম্পট গৃহশিক্ষক জুয়েল ঐ শিশুকন্যাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।
এ সময় সামিয়ার চিৎকারে তার মা ছুটে আসলে জুয়েল পালিয়ে যায়। এ বিষয়ে বিবাদী পক্ষ মামলা করার সিদ্ধান্ত নিলেও গ্রাম প্রধানরা শালিসের মাধ্যমে সঠিক বিচারের আশ্বাস দেয়। ২৯ শে আগষ্ট শনিবার বিচারের দিন ধার্য করলেও আসামী পক্ষের কেউ উপস্থিত হয়নি।
এমতাবস্থায় গ্রাম্য প্রধানবর্গ উপস্থিত সকলের সাক্ষরিত মামলা করার সিদ্ধান্ত প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন আহাম্মাদপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সদস্য সুরুজ্জামান সুরুজ।
পরবর্তীতে শনিবার বিকালে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ ৩০ শে আগষ্ট (রবিবার) আমিনপুর থানার এস আই খোকনের নেতৃত্বে -এস আই মোহাম্মদ আলী , এ এস আই মুরাদ অভিযান চালিয়ে সোনাতলা মোড় থেকে কৌশলে রাত ৭ টার সময় আসামী জুয়েলকে গ্রেফতার ।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দৈনিক ভোরের বার্তাকে বলেন, দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলায় আসামী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। (আমিনপুর থানার মামলা নং ২১)
এলাকাবাসী এই ঘৃণীত অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।
পাবনা (বেড়া )প্রতিনিধি ।