দুস্থদের ৪০টি পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেন ইউএনও-সালথা

শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উষ্ণ কম্বল নিয়ে হাড় কাঁপানো শীতের রাতে শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উষ্ণ কম্বল বিতরণ করেছেন ফরিদপুর জেলার সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার।
জানা যায় সোমবার (২৮ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের পশ্চিম মিয়াপাড়া গুচ্ছগ্রামে শীতার্ত দুস্থদের ৪০টি পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মারুফা সুলতানা খান হীরামনি, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক এখতিয়ার , উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক মোঃ রিফার রিয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী রেজা মোঃ হাসান ও অন্যান্য সহকারীবৃন্দ।
সালথা উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, শীতে যেন কোন মানুষের কষ্ট করতে না হয়। এ কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য উপহার স্বরূপ কম্বল দিয়েছেন। আমরা দুস্থ
শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দিচ্ছি। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে একযোগে কম্বল বিতরণ করা হচ্ছে।।
শরিফুল হাসান: