তিন সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন -হাটহাজারী মাদ্রাসার মজলিশে শূরা

দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী) মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও সদ্য প্রয়াত আলেম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) মৃত্যুতে মাদ্রাসায় তার শূন্য পদ পূরণ ও বিরাজমান পরিস্থিতি মোকাবেলার জরুরি বৈঠক আহবান করে মজলিসে শূরা।
শনিবার (১৯ শে সেপ্টেম্বর) মাদ্রাসা পরিচালকের কার্যালয়ে বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমানে কাউকে এককভাবে পরিচালকের পদে না বসিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাহ কমিটি গঠন করে হাটহাজারী মাদ্রাসার মজলিশে শূরা (পরিচালনা কমিটি)।
নবগঠিত পরিচালক বোর্ডের সদস্যরা হলেন- হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আব্দুস সালাম চাটগামী, সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ ও সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহহিয়া।
শুরা বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নাযেমে তা’লিমাত (শিক্ষা পরিচালক) এবং প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবগঠিত নির্বাহ কমিটি নিয়ে জানতে চাইলে মজলিশে শূরার অন্যতম সদস্য মুফতি নোমান ফয়েজি বলেন,” সূরা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক তিন সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি মাদরাসার সব কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সব হিসাবপত্র তাদের তিনজনের স্বাক্ষরেই হবে। সকলেরই সমান ক্ষমতা, যৌথ সিদ্ধান্ত ছাড়া কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।’
বৈঠকে শুরা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা নোমান ফয়জী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা সোহাইব নোমানী, মাওলানা ওমর ফারুক ও মুফতি নুর আহমদ।
পরে রাতে উপস্থিত শিক্ষকদের সম্মুখে মজলিসে শুরার সিদ্ধান্তসমূহ পড়ে শোনান আল্লামা নোমান ফয়েজি।
আব্দুল্লাহ আল তাহমিদ(ওমর ফারুক) নরসিংদী।