ডাক্তারি পাশ না করে নামের পাশে ডাক্তার চলছে প্রতারনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৯ নং রুপাপাত ইউনিয়নে তেতুলিয়া গ্রামে মাদ্রাসা মোড়ে বাজারটিতে পল্লী চিকিৎসক বিধান চন্দ্র শাঁখারী নামে পাশে ডাঃ ও ভুয়া কিছু ডিগ্রি লাগিয়ে জনসাধারনকে ভুল বুঝিয়ে প্রতারনার মধ্য দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকা সূত্রে জানা যায়, তিনি এখনো নিয়মিত ভাবে রুগি দেখছেন। প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবী আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সরজমিনে গিয়ে দোকান বন্ধ ও সাইনবোডে শাঁখারী ফার্মেসী সত্যতা পাওয়া যায়।
বিধান চন্দ্র শাখারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাঃ লেখা আমার ভূল হয়েছে। সাইনবোডে যে সকল ডিগ্রি আমি লিখেছি সেই সকল সার্টিফিকেট উই পোকায় খেয়ে ফেলছে। সাংবাদিদের কাছে আরো বলেন, আমি ৩০ বছর ধরে ডাক্তারী করছি এখন আরও ডাক্তারী করবো না, প্রানী সম্পদের প্রজেক্টে চাকরী হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, তিনি এখনো নিয়মিত ভাবে রুগি দেখছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালিদুর রহমান বলেন, এই ধরনের ভূয়া ডিগ্রি ও ডাঃ যারা লেখেন প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।বোয়ালমারী সহকারী কমিশনার ভূমি মারিয়া হক বলেন,এ ব্যাপারে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।
আরিফুজ্জামান চাকলাদার আপেল, ফরিদপুর প্রতিনিধি।