জেনেসিস ফাউন্ডেশন খুলনা শাখার শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

জেনেসিস ফাউন্ডেশন খুলনা শাখার পক্ষ থেকে আজ সকাল ১১ টায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির প্রেসিডেন্ট শামসুল আলম রিফাত একজনের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।
সরেজমিনে ঘুরে জানা গেছে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দফায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে তারা খুলনা রেলস্টেশনে নিউ ডে ইয়ুথ অ্যাসোসিয়েশন পরিচালিত পথশিশুদের স্কুলে কম্বল এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং দ্বিতীয় দফায় আবারও খুলনার খালিশপুর অঞ্চলে জেনেসিস এর সদস্যরা শীতবস্ত্র পৌঁছে দেবেন।
এ সময় সংগঠনের সভাপতি শামসুল আলম রিফাত বলেন, করোনার মারাত্মক প্রকোপের মধ্যেও আমরা দেশের বিভিন্ন প্রান্তে সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাড়াতে চেষ্টা করেছি । আমাদের নিয়মিত বাৎসরিক ইভেন্ট “শীত হোক উষ্ণতার” ও প্রায় দশটি শাখায় আয়োজিত হয়েছে। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসি তাহলে সুন্দর এক ভালোবাসাময় পৃথিবী গড়ে তুলতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাফিজ খান এবং হেড অব ডকুমেন্টেশন সাইফুল ইসলাম।
খুলনা প্রতিনিধি।