জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ।ম্যারাথন এ উপজেলার সব ইউনিয়ন থেকে প্রায় ৭ শতাধিক নারী –পুরুষ অংশগ্রহণ করেন ।
১৭ ই ফেব্রুয়ারি রোজ বুধবার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় ,বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে উপজেলার শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন শুরু করে ঐ মাঠ থেকে ৫ কিঃমিঃ পথ অতিক্রম করে উপজেলা মাঠে এসে ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় । এর পর উপজেলা অডিটোরিয়াম হলে প্রতিযোগীদের মাঝে সম্মাননা সনদ ও পুরুস্কার বিতরন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার -মোহাম্মদ আল-মারুফ ,মেজর -এস এম তবিবুর রহমান,লেফটেনেন্ট -ইফতেখার আলম,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহামুদ,থানা অঅফিসার ইনচার্জ আব্দুল্লাহীল-জামান সহ অন্যান্য কর্মকর্তা ,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ।
আয়োজিত ম্যারাথন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন। বঙ্গ বন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১ বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে।
মোঃ খালেকুজ্জামান জনি সুন্দরগঞ্জ, গাইবান্ধা।