চির নিদ্রায় শায়িত হলেন সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম শহিদ গতকাল বিকাল ৫ টায় নিজ বাড়িতে মারা যান তিনি।
তিনি দীর্ঘদিন শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি এরপর ঘুমের মধ্যে ষ্ট্রোক করে মারা যান সবার এই প্রিয় শিক্ষক।
আজ শুক্রবার দুপুর ২ টায় পরমানন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারে মানুষের উপস্থিতে প্রিয় শিক্ষকের জনাজা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন।
জানাজা শেষে প্রিয় শিক্ষকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মধুখালী প্রতিনিধিঃ