চিরনিদ্রায় শায়িত হলেন চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ

ভোলা চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু স্যার কে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা শেষে চরফ্যাসন সরকারি কলেজ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শুক্রবার (৮জানুয়ারি) রাত সারে ৯ টার সময় চরফ্যাসন কলেজ সংলগ্ন পৌরসভা ১নং ওয়ার্ড তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর৷ তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। আজ শনিবার বাদ আসর চরফ্যাশন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে দীর্ঘ দিনের কর্মস্থল কলেজ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে প্রিয় স্যার কে শেষ বারের মতো একনজর দেখতে এবং মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন তাকে শেষ বিদায়ের জন্য। স্যারের সহকর্মীরা বলেন, বাচ্চু স্যার ছিলেন একজন সাদা মনের সহজ সরল মানুষ৷ আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
তার জায়নামাজে আলোচনায় অংশ নেন তারছেলে, বর্তামান ও সাবেক অধ্যক্ষ গন, এবং তার ভাই।
মনির আসলামী, চরফ্যাসন প্রতিনিধি, ভোলা।